রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : আগামীকাল শনিবার (৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হানাদারমুক্ত দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক ত্যাগ তিতিক্ষার আন্দোলন করে পাক-হানাদারদের পরাজয় ঘটিয়ে ১৯৭১ সালের এই তারিখে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলকে হানাদার মুক্ত করে বাংলার দামাল ছেলেরা।
বিদেশী হায়েনাদের এদেশ থেকে বিতারিত করে বিজয়ের পতাকা আকাশে উড়িয়ে বীর লড়াকু ছেলেরা নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলার আকাশ বাতাস মুক্ত করে তোলে। আর হায়েনাদের বিরুদ্ধে যুদ্ধের লড়াইয়ে সফলতা পাওয়ার ফসল হিসেবে ৩ ডিসেম্বর গর্ব ভরে স্মরণ এবং দিবসটি এলেই বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্বাভরে স্মরণ করেন এলাকাবাসী।
হানাদার মুক্ত দিবসে কর্মসূচি পালনে বিভিন্ন সংগঠনসহ দলমত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সমস্ত মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা মিলাদ মাহফিল আলোচনাসহ নানান কর্মসুচি উদযাপনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে থাকে এলাকাবাসী ।
যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদারদের নির্মুল করে এদেশ স্বাধীন করা হয়। এবং রাণীশংকৈলকে ৩ ডিসেম্বর হানাদার মুক্ত করে ওই দিন সকাল ১১.৩০মিনিটে রাণীশংকৈল থানা চত্বরে গিয়ে বিজয় পতাকা উত্তোলন করি। এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাণীশংকৈলকে পাক হানাদার মুক্ত ঘোষনা করা হয়।