নিজস্ব প্রতিবেদক : ভাগ্য রজনী শবে বরাত উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় এই মহিমান্বিত রাত উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর-এর প্রতি মোবারকবাদ জানান তিনি। অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান এই রাতের ফজিলতে রাব্বুল আলামিন যেন বৈশি^ক মহামারী কোভিড নাইনটিন বা নভেল করোনা ভাইরাসের ছোবল থেকে বাংলাদেশ সহ সারা পৃথিবীকে রক্ষা করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করেন।