300X70
রবিবার , ২ অক্টোবর ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ডিএনসিসিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘সকল ধর্মের উৎসব আয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবসময় পাশে আছে। ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে আমাদের সামগ্রিক অগ্রযাত্রায়। আবহমান বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।’

আজ রবিবার (২ অক্টোবর) বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান ও কাউন্সিলরবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোঃ আবু ইউসুফ এবং ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় পূজামণ্ডপে আগত শিশু ও নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানযট নিরসণে ব্যবস্থা গ্রহণ, রাস্তাঘাট সংস্কার, বৈশ্বিক মহামরী কোভিড-১৯ এ যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে আলোচনা করা হয়।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম সভাপতির বক্তৃতায় বলেন, ‘দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন, মিলিত হন আনন্দ-উৎসবে। তাই এ উৎসব সার্বজনীন। এ সার্বজনীনতা প্রমাণ করে, ধর্ম যার যার, উৎসব সবার।’

এসময় মেয়র মোঃ আতিকুল ইসলাম পূজামণ্ডপের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত মশার ঔষধ ছিটানো, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ, রাস্তাঘাট সংস্কারে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। ডিএনসিসির কুইক রেসপন্স টিমকে সর্বদা প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।

সভায় কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ ডিএনসিসির আওতাধীন অঞ্চলের পূজামণ্ডপের সার্বিক বিষয় তুলে ধরেন। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোঃ আবু ইউসুফ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়টি উপস্থাপন করেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

‘প্রয়োজনে বাসাবাড়ির আঙ্গিনা, ছাদে গিয়ে হলেও মশক নিধন কার্যক্রম নিতে হবে’

সোনালী ব্যাংক কক্সবাজার অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশে ২০০ পেডি সাইলো নির্মাণ হবে : খাদ্যমন্ত্রী

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোর ধাক্কা, দুই ভাইসহ নিহত ৩

সমাজ, অর্থনীতিসহ সবক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন দেশকে পৌঁছুবে কাঙ্ক্ষিত লক্ষ্যে : তথ্য ও সম্প্রচারসচিব

অশ্লীল ভিডিও চিত্র ও ছবি ধারণ করে কিশোর গ্যাং বাহিনীর প্রধান গ্রেফতার

ভৈরবে অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিকদের পরামর্শ শুনবে ইসি

রাজবাড়ীতে ১শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

রিয়েল এস্টেট সেক্টরে কনকর্ড সর্বোচ্চ ক্রেডিট রেটিং অঅ+ অর্জন করেছে

ব্রেকিং নিউজ :