প্রতিনিধি, শার্শা (যশোর): যশোরের শার্শার সোনাতনকাটি টু চালিতাবাড়ীয়া পাঁকা রাস্তার পার্শ্ব থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আমিনুর রহমান (ধাবক) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। মোঃ আমিনুর রহমান (ধাবক) শার্শা থানার বামুনিয়া গ্রামের মৃত আয়জদ্দীন ধাবকের ছেলে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সোনাতনকাটি টু চালিতাবাড়ীয়া পাঁকা রাস্তার পার্শ্ব থেকে তাকে আটক করেছে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় মামলা হয়েছে।