নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুহাম্মদ জাহাঙ্গীর কবির: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঈদুল ফিতর উপলক্ষে চোরাচালান প্রতিরোধে এপিবিএনের চলমান বিশেষ অভিযানে ১ কেজি স্বর্ণ সহ মো: রুস্তম আলী নামে ১ জনকে আটক করা হয়েছে।
আজ সন্ধ্যা ছয়টায় বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে থেকে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আজ সন্ধ্যা ০৬ টায় অভিযুক্ত রুস্তম আলীকে(৩৮) বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে ঘোরাঘুরি করতে দেখে সাদা পোষাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়।
তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এসময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়েউ আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে তার কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তাকে তল্লাশী করা হলে তার সাথে থাকা ব্যাগ থেকে তিনি নিজ হাতে ৬ টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্নালংকার সহ মোট ১০৫১ গ্রাম বা ১ কেজি ৫১ গ্রাম স্বর্ন বের করে দেন। এ সময় তিনি এ এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এ বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মো: রুস্তম আলী(৩৮) দক্ষিন বাঘাপুর, কেরানিগঞ্জ, ঢাকার অধিবাসী।
তিনি আরো জানান, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬ কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমান অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়।