বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা-পূর্ব থানার ওসিকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়, শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে ৩১ জুলাই ডিএমপির লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু ছালাম মিয়াকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়।
তার আগে ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক এবং দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে বদলি করা হয়।