নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে ফের রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয়ে সঙ্কট তৈরি হয়েছে। শিক্ষকদের বিক্ষোভে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে। বন্ধ রয়েছে ক্লাস। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের পরিবর্তে আখলাক হোসেনকে দায়িত্ব দিয়ে অ্যাডহক কমিটি চিঠি পাঠানোয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষকরা। ক্লাস বন্ধ করে বিক্ষোভে যোগ দেন শিক্ষকরা।
গতকাল বুধবার অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ওই চিঠি দেন। আখলাক হোসেন বিদ্যালয়ের আটজন সহকারী প্রধান শিক্ষকের একজন। বাকি সাতজন অ্যাডহক কমিটির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে জাকির হোসেনের পক্ষে মূল ক্যাম্পাসের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন।
তারা বলছেন, অ্যাডহক কমিটি একটি অস্থায়ী কমিটি। এই কমিটি যে সিদ্ধান্ত জানিয়েছে তার আইনগত ভিত্তি নেই। মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছেন, তিনিই দায়িত্বে থাকবেন। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো লুটপাট করতে দেওয়া হবে না।