300X70
বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুক্তবুদ্ধির চর্চায় আলোকিত হোক : উপাচার্য ড. মশিউর রহমান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৭, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুক্তবুদ্ধির চর্চায় আলোকিত হোক। জ্ঞান-বিজ্ঞানে, প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

আমাদের প্রতিটি শিক্ষার্থী হবে দেশপ্রেমিক ও মানবিকতায় আদর্শস্থানীয়। তাদের হাতেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সোপান তৈরি হবে।’ আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশের উত্তর জনপদের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।

দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘আমাদের প্রতিটি সন্তান আধুুনিক শিক্ষায়, প্রযুক্তিভাবনায় দেশকে গড়ে তুলবে। বঙ্গবন্ধুর ভাবনায় সমাজ গড়ার কারিগর হবে। আগামী দিনে আমাদের পথ চলা চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু এই দেশের উর্বর মাটি আর আমাদের সন্তানদের সৃজনশীলতায় আমরা প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাবো।

আমাদের শিক্ষার্থীদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করে দিতে চাই। এজন্য আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্যপাঠ্য করেছি। আমরা শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে চাই। এজন্য অনার্স ও ডিগ্রি পর্যায়ে আইসিটি ও সফ্ট স্কিল অবশ্যপাঠ্য করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে তারা এই কোর্সগুলো পড়বে।

এছাড়া কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার জন্য ১২টি বিষয়ে পিজিডি কোর্স এবং ১৯টি বিষয়ে শর্ট কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীরা এসব দক্ষতাভিত্তিক কোর্স শিখে দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাকেলায় দক্ষতা অর্জন করতে পারবে।’

উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘আগামীতে বাংলাদেশ বিশ্বমানচিত্রে এমন জায়গায় পৌঁছাবে আপনারা গৌরববোধ করবেন। এটি সেই দেশ যেখানে সন্তান জঙ্গী হলে বাবা-মা লাশ গ্রহণ করতে চায় না। এটি সেই দেশ যেখানে অগণতান্ত্রিক সামরিক শাসন ব্যবস্থা নেমে এলে সাধারণ মানুষ বুক চিতিয়ে লড়াই করে মানবমুক্তির গান গায়।

এটি সেই দেশ বিশ্ব যখন যুদ্ধে লিপ্ত হয় তখন মিয়ানমারের লাখো শরণার্থীকে আশ্রয় দেয় বাংলাদেশ। এটি সেই দেশ যেখানে বিশ্বব্যাংক আমাদের অমর্যাদাকর জায়গায় নিয়ে যায় কিন্তু বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এদেশের মানুষ আত্মমর্যাদার পদ্মাসেতু তৈরি করে। এই দেশ আধুনিক এবং নতুন যেকোনো কিছু উদারভাবে গ্রহণ করতে পারে।’

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘আমরা চাইবো প্রতিটি সন্তান আধুনিক শিক্ষায়, প্রযুক্তি ভাবনায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের সমাজ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠবে। আমার বিশ্বাস এই দেশের মাটি, উর্বরা ভূমি, এই সবুজ-শ্যামল প্রকৃতি এবং সন্তানদের আচরণে সৃজনশীলতা আছে। আর এই সৃজনশীলতার মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবে এক অনন্য বাংলদেশ।’

ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রমুখ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

শুধু শিক্ষার্থী নয়, ১২ বছরের উর্ধ্বে সবাই নিতে পারবে করােনা টিকা

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রোগ্রামে বাংলাদেশের বিজয়ী ছয় স্টার্টআপের নাম ঘোষণা

আজ সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ৯ দশমিক ৩

বিশ্ব করোনা: মৃত্যু ৮৮১, শনাক্ত ১ লাখ ৯২ হাজার

সোমবারের শান্তি সমাবেশ বাতিল করেছে আওয়ামী লীগ

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান জিন্নাহ্

চলতি বছর ইউরোপে গরমে মারা গেছে ১৫ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা দেশে প্রথম করোনার টিকা নিলেন

বিশ্বব্যাপী সমালোচনার পর সুর নরম করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

সাংবাদিক লায়েকুজ্জামানকে ডিইউজের শ্রদ্ধা

ব্রেকিং নিউজ :