300X70
শুক্রবার , ১২ নভেম্বর ২০২১ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিক্ষামন্ত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১২, ২০২১ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

আজ শুক্রবার (১২ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘এরূপ গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় এসডিজি-৪ এর মূল লক্ষ্যপূরণে তিনি বৈশ্বিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। দক্ষ নেতৃত্ব দিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তাঁর কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।’

অভিনন্দন বার্তায় উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বৈশ্বিক আকাঙক্ষা বিবেচনায় এসডিজি-৪ এর লক্ষ্যমাত্রার বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী নিজ নিজ দেশের অঙ্গীকার, প্রাধিকারের বিষয়গুলি সমাধানে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

উপাচার্য আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর এরূপ স্বীকৃতির পেছনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিশ্বব্যাপী তাঁর সমাদৃত অবস্থান গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করেছে।’

উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২১ তারিখে ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অফ-২০২১ গেøাবাল এডুকেশন মিটিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ইউনেস্কোর এসডিজি- ৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত করা হয়।

এসডিজি- ৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগিতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :