- নাটোরে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘একাত্তরের পরাজিত শক্তি এখনো সক্রিয়। সুতরাং সবাইকে এই পরাজিত শক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না। এসব অপশক্তিকে রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে।
আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে।’ মঙ্গলবার (২০ ডিসেম্বর) নাটোর জেলা সদরে অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ‘বঙ্গবন্ধু ২৩ বছর দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তার রাজনীতি জীবনে পুরো জীবনটাই কারাগারে কাটিয়েছেন। কী করে সংগ্রাম করতে হয়, কী করে ত্যাগ করতে হয়, তা বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। বঙ্গবন্ধু ৬ দফা দিয়েছেন।
দেশের মানুষকে শোষণের হাত থেকে রক্ষায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। তিনি একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ভাষণ যা বিশ্বের অন্যতম ভাষণ। তাঁর ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন করেছেন।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, ‘আন্দোলন করতে হলে জনগণের সম্পৃক্ততা লাগে। যারা জনবিচ্ছিন্ন তাদের দিয়ে আন্দোলন-সংগ্রাম হয় না। দেশ যখন উন্নয়নে এগিয়ে চলছে তখন তারা অস্থিরতা সৃষ্টি করছেন। ১০ ডিসেম্বর থেকে নাকি দেশ একজন দণ্ডিত আসামির কথায় চলবে, এ বলে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল।
জিয়াউর রহমান সকল আইন-সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় টিকে থাকতে রাতে কারফিউ জারি করেছিলেন। মানুষের অধিকার নষ্ট করেছিলেন। জিয়া অবৈধ ক্ষমতা বৈধ করে ক্ষমতায় ছিলেন। তারা এখন গণতন্ত্রের কথা বলেন। কারাগারে জাতীয় নেতাদের হত্যা করেছিলেন। ক্ষমতায় এসে রাজনৈতিক দলের লোভীদের নিয়ে অবৈধ সরকার গঠন করেন। এখন আমরা তাদের কাছে গণতন্ত্রের কথা শুনি। যারা ‘জয় বাংলা’ শ্লোগান নিষিদ্ধ করেছিলেন। যেখানে মুক্তিযোদ্ধাদের দেখেছেন সেখানে তাদের হত্যা করেছেন। ক্ষমতায় থাকাকালে অসংখ্য সেনা সদস্যকে হত্যা করেছিল।’
ডা. দীপু মনি আরও বলেন, ‘জনগণের সম্পৃক্ততা নিয়ে আওয়ামী লীগ বার বার আন্দোলন-সংগ্রাম করে জনগণের অধিকার এনে দিয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে, গণতন্ত্র এনে দিয়েছে এবং দেশের উন্নয়ন দিয়েছে। যাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই। যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা যুদ্ধাপরাধীদের বিচার ধ্বংস করার জন্য বারবার হরতাল ডেকেছে।
পার্বত্যঞ্চলের শান্তি চুক্তি বানচাল করেছে। তারা শান্তির বিপক্ষের শক্র। বাংলাদেশে রাজনীতি থাকবে, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না। স্বাধীনতা বিরোধীতারা এদেশে রাজনীতি করার সুযোগ পাবে না।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি জেলায় জেলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। শিক্ষার্থীরা নতুন বছরেই হাতে বই পাচ্ছে। গরিব শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে। সবই শেখ হাসিনার জন্য। জনগণের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়েছেন তিনি। তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন শেখ হাসিনা আছেন। তার দূরদর্শিতায় উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে।’
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তাদের মাধ্যমেই আধুনিক বিজ্ঞানমনস্ক সমাজ তৈরি করতে হবে। ডিজিটাল বাংলাদেশের শ্লোগানকে বাস্তবে রূপ দিয়ে প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের
লক্ষ্য নির্ধারণ করেছেন। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমরা যারা আজকে শিক্ষার্থী, তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জানি তোমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে লেখাপড়া করছো। তোমরা নিজেদের পড়াশোনার দায়িত্ব বহনের পাশাপাশি পরিবারের দায়িত্বও পালন করছো। কিন্তু তোমাদের একথাও মনে রাখতে হবে তোমরা মুক্তিযোদ্ধার উত্তরাধিকার।
তোমাদের মধ্যে আরও প্রগাঢ় আস্থা থাকতে হবে। শুধু পরিবার নয়, আগামী দিনে এই রাষ্ট্র এবং সমাজেরও পাশে থাকবে তোমরা। আর আমরা থাকবো তোমাদের পাশে। এর মধ্য দিয়েই আমরা আমাদের জাতি নির্মাণ করবো।’
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘কখনোই নিজেকে দুর্বল ভাবা যাবে না। পিছিয়ে পড়া ভাবা যাবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। তোমাদের সামনে অনেক সম্ভাবনা। আমরা ইতোমধ্যে অ্যাকাডেমিক মাস্টার প্লানের আওতায় ১২টি পিজিডি কোর্সসহ আরও ১৯টি শর্টকোর্স চালু করতে যাচ্ছি।
আইসিটি, সফট স্কিল কোর্স দু’টিকে বাধ্যতামূলক করা হচ্ছে। তোমরা আগামীতে নতুন কর্মমুখী কোর্সগুলো শিখে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে পারবে। ল্যাংগুয়েজ, অন্ট্রাপ্রেনারশিপসহ এইসব ছোট ছোট কোর্সগুলো করতে পারবে। এগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করবে।
এগুলো শিখতে পারলে তোমাদের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা থাকবে না। তোমরাই হবে আমাদের স্মার্ট সন্তান। যারা আগামী দিনে সোনার বাংলাদেশ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবে। যাতে বিশ্ব দরবারে দাঁড়িয়ে তুমি বলতে পারবো লাল-সবুজের বাংলাদেশের আমি গর্বিত মানবিক নাগরিক।’
তরুণ প্রজন্মের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘বিজ্ঞানে, সংস্কৃতিতে, সংগীতে ও আধুনিকতার চেতনায় নিজেকে এমনভাবে গড়ে তুলবে, যেন তোমাকে দেখে বিশ্ব এবং বাংলাদেশ মুগ্ধ হয়। এসো তোমাদের সঙ্গে অবগাহন করে নতুন বাংলাদেশ, সৃজনশীল ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলি। বঙ্গবন্ধু কন্যার পাশে দাঁড়িয়ে সজীব সোনালী বাংলাদেশ গড়া আমাদের পবিত্র দায়িত্ব। তোমাদের প্রতি আহবান থাকবে-জ্ঞানের আলোয় ভরিয়ে তোলো ক্যাম্পাস।’
বিজয় দিবস ২০২২ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, শহীদ নজমুল হক সরকারি কলেজ, দিঘাপতিয়া এম. কে. কলেজ, দত্তপাড়া মডেল কলেজ, নাটোর সিটি কলেজ, নাটোর মহিলা কলেজ, কাফুরিয়া কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ ও মাধনগর কলেজসহ ১০টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনার সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি, শফিকুল ইসলাম শিমুল এমপি, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা শিরিন আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফযজুল করিম, জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলাম, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা প্রমুখ।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের সামনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং বীর শহীদদের আত্মত্যাগের বীরত্বগাঁথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।