এম এ মান্নান, লালমনিরহাট: ৫ শিক্ষার্থীসহ ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে আজ দেশে ফিরেছেন ৫২ জন। বুড়িমারী স্থলবন্দরে কোয়ারান্টাইনে রাখার পর্যাপ্ত ব্যবস্থা নাথাকায় এদের মধ্যে ৫০ জনকে আজ রোববার মধ্যে রাতে লালমনিরহাট শহরের তিনটি আবাসিক হোটেলে রাখা হয়েছে।
বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে অবস্থান করা লোকজন করোনার কারনে সরকার আরোপিত বিধি মেনে দেশে ফিরছেন। এদের মধ্যে ৫জন শিক্ষার্থীও রয়েছেন। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর সহ দেশের তিনটি বন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া সরকারি নিয়ম মেনে ফিরছেন জরুরী প্রয়োজনে ভারতের অভ্যান্তরে থাকা এসব মানুষ।
তারা বলেন, কলকাতায় হাই কমিশনের কার্যালয়ে গিয়ে ৩দিন ধরনা দিয়ে (এনওসি ফরম) নন কমপ্লিন পারমিশন নেয়ার পর করোনা নেগেিেটভ সনদ নিয়ে না-না বিরম্বনা শেষে আজ বুড়িমারী স্থলবন্দর হয়ে ৫২ জন দেশে ফিরেই পড়েন ১৪ দিনের কোয়ারেন্টাইনে। বুড়িমারীতে কোরান্টাইনে রাখার সু-ব্যবস্থা না থাকায় আজ রোববার রাত ১২টার দিকে কড়া পুলিশ পাহারায় তাদের আনা হয় লালমনিরহাটে।
প্রথমেই তাদের নেয়া হয় লালমনিরহাট সদর হাসপাতালে। সেখানে কোভিড -১৯ নেগেটিভ এর সনদ পর্যবেক্ষণ করেন একজন চিকিৎসক। তারপর ১৪ দিনের কোয়ারান্টাইনে রাখার জন্য তাদের নেয়া হয় শহরের (খাঁন হোটেল এন্ড রেষ্টুরেন্ট, নর্থ বেঙ্গল গেষ্ট হাউস ও সীমান্ত আবাসিক হোটেল) তিনটি আবাসিক হোটেলে।
না-না রোগে আক্রান্ত দেশে ফিরে আসা এসব মানুষ পথে পথে ভোগান্তির তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে সুব্যাবস্থার দাবী জানান।
লালমনিরহাট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহীনুর রহমান বলেন, এসব রোগির মধ্যে যারা ভারতে চিকিৎসা নিতে পারেননি কোয়ারেন্টাইনে রেখেই তাদের চিকিৎসা দেয়া উচিৎ।
তবে গত ২৬ এপ্রিল থেকে রোববার পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন মোট-১৬২ জন।