নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী পায়েল হত্যা মামলায় চালকসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সাইদুর রহমান পায়েল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথের (এনএসইউ) শিক্ষার্থী।
আজ রোববার (১ নভেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামানের আদালত রায় ঘোষণা করেন।
আদালতে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছিলেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূঁইঞা। একই চাওয়া ছিলো পায়েলের পরিবার ও মামলার বাদী পায়েলের মামা গোলাম সরওয়ারদী। আসামিপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলো, বাস চালক জামাল হোসেন, সুপাভাইজার মো. জনি ও হেলপার ফয়সাল হোসেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।