-উপাচার্য ড. মশিউর রহমান
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধি করে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রজন্মের প্রত্যেকের হাতে স্মার্টফোন। সবাই ইন্টারনেট সুবিধার আওতায়। তারা চাইলেই ই-বুক, ই-জার্নাল একসেস নিতে পারে। প্রত্যেক শিক্ষার্থী বিশ্বের সকল খোঁজ-খবর নিতে পারে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতায় নামতে পারে। শিক্ষার্থীদের অনুরোধ করব-তোমরা ইন্টারনেট সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। আইসিটি শিখবে, ডিজিটাল মার্কেটিং শিখবে। তোমরাই হবে আগামীর বিশ্বকে নেতৃত্ব দেয়ার প্রধান কারিগর, সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য নিবেদিতপ্রাণ হয়ে আমরা পাশে থাকব।’
শনিবার (১৩ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) তেজগাঁও মহিলা কলেজের সুবর্ণজয়ন্তীর উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশে দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান আরও বলেন, ‘মনে রাখবে নিজেদের অর্থায়নে আমরা আত্মমর্যাদার পদ্মাসেতু করেছি। নিজের পায়ে দাঁড়িয়ে তুমি বড় বড় অন্ট্রাপ্রেনার হও। তুমি নিয়মিত ৬ থেকে ৮ ঘন্টা পড়ার অভ্যাস কর। বিশ্বব্যাপী খোঁজ-খবর রাখো। মনে রেখ, এটি সেই বাংলাদেশ- যেটি আগামীতে বিশ্বে আদর্শিক নেতৃত্ব দেবে। আমরা মানবিকতায়, সুস্থ সংস্কৃতিতে, বিজ্ঞানে আগামী দিনে বিশ্বে নেতৃত্ব দেব।
সেজন্য তোমাদের তৈরি হতে হবে। পাশ্চাত্যের কিছু মানুষ পৃথিবীর নেতৃত্ব দেবে এটি হতে পারে না। এই ওরিয়েন্টাল সোসাইটির শক্তি আছে। একটি মানুষ যদি অসাম্প্রদায়িক হয়, ধর্মনিরপেক্ষ হয়, গণতান্ত্রিক হয়, আমরা যদি বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে অনুসরণ করতে পারি তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবে আমাদের তারুণ্যের শক্তিকে নিয়ে নেতৃত্ব দেবে- এ আমার গভীর বিশ্বাস।’
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘আমি শুনেছি এই কলেজের কিছু শিক্ষার্থী যারা দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। নিয়মিত পড়াশোনায় বিঘ্ন ঘটছে। আমি শুরুতেই কলেজ প্রশাসন, অধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সদস্যদের অনুরোধ করব- যে কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন। শিক্ষার উৎকর্ষতার পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা।
সেই দেশে কোনো কলেজ শিক্ষার্থী অর্থাভাবে পড়তে পারবে না- এটি আমরা মেনে নিতে পারি না। কলেজে যেসব শিক্ষার্থী শত চ্যালেঞ্জের মধ্যেও ক্লাশ রুমে উপস্থিত হয়। শিক্ষার প্রতি অনুরাগ আছে। এমন প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব জাতীয় বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে। একজন শিক্ষার্থীও বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে অর্থাভাবে পড়তে পারবে না- এটি মেনে নেয়া যায় না। আমি অনুরোধ করবো, আমার একজন শিক্ষার্থীও যদি অর্থাভাবে থাকে তার নামের তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করুন। একইসঙ্গে সেই শিক্ষার্থীর ক্লাশে উপস্থিতি নিশ্চিত করুন। এর দায়িত্ব জাতীয় বিশ^বিদ্যালয় নেবে।’
উপাচার্য বলেন, ‘এটি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। এটি মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করা বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে পিতা রাষ্ট্রসৃষ্টি করলেন তাকে যদি হত্যা করা না হতো- তাহলে এই ৫০ বছরে আমরা অগণতান্ত্রিক সরকার, সামরিক যাঁতাকল দেখতাম না। আমরা এসব অশুভ জিনিস দেখে দেখে, পথে পথে অগণতান্ত্রিক পথকে উত্তোরণ করে বঙ্গবন্ধু কন্যা একে একে ভোট এবং ভাতের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। এরপর ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন। এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছি।’
হতাশা যেন তোমাদের আচ্ছন্ন করতে না পারে এমন আহবান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘যারা আস্থা হারিয়েছ। যারা মনে করছ সামনের পথ দুর্গম। নিশ্চয়ই পথ চলা কঠিন। কিন্তু অনবরত, অহর্নিশ শিক্ষার আলোয় যদি আলোকিত হও, গণতান্ত্রিক মূল্যবোধে যদি আলোকিত হও, অসাম্প্রদায়িক হও- তাহলে উত্তোরণের পথ বেয়ে তুমি মাথা উচু করে দাঁড়াবেই।’
তেজগাঁও মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, বিশেষ অতিথি ছিলেন মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ, অধ্যাপক আসাদুল হক, অধ্যাপক মো. আব্দুর রশিদ, জহিরুল হক জিল্লু। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুবর্ণজয়ন্তীর উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।