সংবাদদাতা, মাদারীপুর : মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হাইওয়ের সংযোগ সড়কে দুটি থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে সিকান্দার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তির মারা গেছেন।
বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কের সংযোগ সড়কের ৪নং ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিকান্দার মুন্সী মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকার হাকিম মুন্সীর ছেলে। সে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরের দিকে আসছিল।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে পাঁচ্চরগামী একটি থ্রি-হুইলারের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি থ্রি-হুইলারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিকান্দার মুন্সী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই যাত্রী আহত হন। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাইদুল বলেন,’দুই মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আরও দুইযাত্রী আহত হয়েছেন। ‘