300X70
সোমবার , ৮ আগস্ট ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিবচরে মাইক্রোবাস উল্টে নিহত ১

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৮, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ

সংবাদদাতা, মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গেলে সাদিউজ্জামান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

আহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী কনা (৪৫), সালমা বেগম (৪৫), নুরজাহান বেগম (৫০), শিমা (৫০) ও গাড়ির চালক (২৫)।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা থেকে ঢাকার ধানমন্ডির উদ্দেশ্যে যাচ্ছিল মাইক্রোবাসটি। শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড সংলগ্ন স্থানে আসার পর গাড়িটি উল্টে সড়কের একপাশে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির মধ্য থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শিবচর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সোমবার সকালে সড়ক থেকে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি টিম দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, গভীর রাতে দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। দ্রুতগতির কারণেই হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও ৪ সদস্য এবং গাড়ির চালক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :