300X70
বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিশুদের করোনা টিকা আজ থেকে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৫, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আজ বৃহস্পতিবার থেকে দেশে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ১৪ দিন, অর্থাৎ ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ১২টি সিটি করপোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এই টিকা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও পৌরসভার স্কুল ও কমিউনিটি পর্যায়ের শিশুরা এই টিকা পাবে। ইতিমধ্যেই করোনা টিকার বৈশ্বিক জোট-কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ৩০ লাখ ডোজ ফাইজার টিকা দেশে এসে পৌঁছেছে।

আজ প্রথম দিন ঢাকার দুই সিটি করপোরেশনের ২১টি স্কুলের ১৮ হাজার ৭ শিক্ষার্থীকে এবং ঢাকার বাইরে ১১টি সিটি করপোরেশনের ১৮৬টি স্কুলে টিকা দেওয়া হবে। এভাবে ১৪ দিন দেশের ১২টি সিটি করপোরেশনে ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে নির্দিষ্ট স্কুলগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ১ হাজার ৮৬০টি টিকাদান টিম কাজ করবে। সারা দেশের প্রায় ২ কোটি ২০ লাখ ৫-১১ বছর বয়সী শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই প্রথমবারের মতো দেশে পুরোদমে শুরু হতে যাওয়া শিশুদের করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘শিশুদের টিকাদানের বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি সবার সহযোগিতায় সফলভাবে টিকাদান কর্মসূচি পালন করতে পারব। বিশ্বের অনেক উন্নত দেশের মতো বাংলাদেশ সরকারও সব বয়সী জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে চায়। সে জন্যই দেশের ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শিশুদের করোনার টিকাদান কর্মসূচির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডা. তোফাজ্জল হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আগামীকাল (আজ) থেকে ঢাকা উত্তরে ১৫টি ও দক্ষিণে ৬টি স্কুলসহ দেশের ১২টি সিটি করপোরেশনে ১৮৬টি স্কুলে শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হচ্ছে। এটা স্কুলভিত্তিক কর্মসূচি। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট স্কুলে টিকা দেওয়া হবে। টিকা নিতে হলে অবশ্যই শিশুদের জন্মসনদ দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে এবং টিকাকেন্দ্রে নিবন্ধন কার্ড আনতে হবে।’

এই কর্মকর্তা জানান, বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকা দেওয়া হবে। এই কর্মসূচি চলবে ১৪ দিন। আপাতত ৫-১১ বছরের ২ কোটি ২০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই বয়সী সব শিশুই করোনার টিকা পাবে।

এর আগে গত ১১ আগস্ট বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শিশুদের করোনার টিকা দেওয়া হয়। সেদিন রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিশুকে টিকা দেওয়া হয়। এসব শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আজ থেকে সারা দেশে এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :