সংবাদদাতা, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুইজন মারা গেছেন।
তারা হলেন- হুমায়ুন কবির (৫৪) ও রুবেল (৩৮)। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হুমায়ুন কবির ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুবেল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ৪৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। আর হুমায়ুন কবির ৬০২ নম্বর ওয়ার্ডে মারা যায়। তার ৩০ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন বার্ন হয়েছিল।
উল্লেখ্য, শনিবার (৩ জুন) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে ৬ জন দগ্ধ হন। দগ্ধরা হলেন হুমায়ুন কবির (৫৪), ইমতিয়াজ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), ইমন (৩৫) ও রাকিব (২৪)।