নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম গণটিকাদান কার্যক্রম নির্বিচ্ছিন্ন রাখতে শুক্রবারেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছেন।
২৪ ফেব্রুয়ারি, ২০২২ বৃহস্পতিবার সকালে গণটিকাদান কর্যক্রম উদ্বোধন কালে তিনি এই নির্দেশনা দেন।
মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘করোনা থেকে রক্ষা পেতে টিকা আমাদের নিতেই হবে। সরকার টিকার ব্যবস্থা করেছে। এই টিকা দিতে টাকা লাগে না।’
এ সময় করোনা টিকার প্রমাণপত্র না থাকলে আগামী পহেলা মার্চ থেকে ডিএনসিসির সেবাও মিলবে না বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।