নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের কারণে অনলাইনে বন্ধ রয়েছে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রি।
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পুনরায় অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
তবে আপাতত মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটা যাবে না। শুরুতে শুধু ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা যাবে।
নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরোনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগইন করা যাবে না।
বর্তমানে রেলওয়ের জন্য যৌথভাবে টিকিটিং সিস্টেম তৈরি করেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সহজ-সিনেসিস-ভিনসেন জেভি। গত ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়।
বাস-লঞ্চ টিকিট বিক্রি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১৫ বছর ধরে ব্যবহৃত রেল টিকিটিং সিস্টেমের আদলে একটি সমমানের পদ্ধতি মাত্র ২১ কর্মদিবসে তৈরি করেছে সহজ। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সহজ কাজটি পেয়েছে। এর আগে টিকিট বিক্রির দায়িত্ব পালন করেছে সিএনএস নামের একটি প্রতিষ্ঠান।