অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জনতা ব্যাংক পিএলসি।
সকালে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের নেতেৃত্বে প্রধান কার্যালয় চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে জনতা ব্যাংকের পক্ষ হতে পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ রমজান বাহার ব্যাংকের নির্বাহী কর্মকর্তাদের সাথে নিয়ে বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে পুষ্পাঞ্জলি অর্পন এবং মোনাজাত করেন।