নিজস্ব প্রতিবেদক : শের ই বাংলা মেডিকেল কলেজ গ্লোবাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যাত্রা শুরু করলো। যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রিয়ভাবে পরিচালিত সংগঠনটির বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপিয় ইউনিয়ন ও কানাডা চ্যাপ্টারের ভার্চুয়াল অংশগ্রহণে সংগঠনটির শুভ উদবোধন হয় ১০/১০/২০২০ তারিখে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত শের ই বাংলা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত এ সংগঠনটি চিকিৎসা শিক্ষা, সংক্রামক ও অসংক্রামক রোগ সংক্রান্ত গবেষণা, শেবাচিম এবং বাংলাদেশি চিকিৎসকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য গড়ে তোলার পরিকল্পনা নিয়ে পদযাত্রা শুরু করলো। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, জর্জটাউন ইউনিভারসিটি হসপিটাল, ওয়াশিংটন ডিসির নিউরোপ্যাথলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. গোলাম আশেক খান অপু জানান, ইতোমধ্যে তারা বাংলাদেশে ডায়াবেটিস সংক্রান্ত একটি প্রজেক্টের কাজ শুরু করেছেন। আগামী শিক্ষা বছর থেকে তারা শেবাচিম এ মেধাবি কিন্তু অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগীতা করার জন্য এসজিডব্লুও স্কলারশিপ প্রদাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছেন। সংগঠনটির মহাসচিব এ কে এম শহিদুল ইসলাম কিশোর জানান,
যুক্তরাষ্ট্র থেকে কেন্দ্রীয় ভাবে পরিচালিত এই সংগঠনটি বাংলাদেশ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া এবং কানাডা চ্যাপ্টারের মাধ্যমে তাদের সম্পূর্ণ কর্মকান্ড পরিচালনা করবে। where hope begins স্লোগানের মাধ্যমে যাত্রা শুরু করা এই সংগঠনটি পৃথিবীব্যাপি শেবাচিম তথা বাংলাদেশি চিকিৎসকদের জন্য একটি সহযোগীতামূলক সংগঠন হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ।