300X70
শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইউরোপে কোভিডে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে : ডব্লিউএইচও

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৫, ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ণ

বাইরের ডেস্ক: আগামী ফেব্রুয়ারি নাগাদ ইউরোপে কোভিডে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইউরোপে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ কোভিড বেড়ে যাওয়ার জন্য ওই অঞ্চলে টিকার অপর্যাপ্ততাকে দায়ী করেছেন। তিনি বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিধিতে শিথিলতার কারণেও ইউরোপীয় অঞ্চলে কোভিড বেড়ে যাচ্ছে।

ডব্লিউএইচও’র ইউরোপ অঞ্চলের আওতায় আছে মধ্য এশিয়ার কিছু অংশসহ ৫৩টি দেশ। ডব্লিউএইচও এখন পর্যন্ত এ অঞ্চলজুড়ে ১৪ লাখ মৃত্যু তথ্য রেকর্ড করেছে। খবর বিবিসির।

এদিকে, ইউরোপের দেশ জার্মানিতে শেষ ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছে। কোভিডে এটিই জার্মানিতে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ কোভিড পরিস্থিতিকে টিকা না নেওয়া মানুষদের বড় ধরনের মহামারি বলে বর্ণনা করেছেন।

এক কোটি ৬০ লাখ জার্মান এখনও টিকা নেয়নি। তবে, দেশটিতে কোভিড শনাক্ত বাড়লেও হাসপাতালের কেয়ার ইউনিটগুলোতে এখনও চাপ আগের তুলনায় কম আছে।

জার্মানিতে কোভিড শনাক্ত বাড়লেও তা এখনও যুক্তরাজ্যের গড় কোভিড শনাক্তের রেকর্ডের চেয়ে কম। যুক্তরাজ্যে দৈনিক গড়ে কোভিড শনাক্ত হচ্ছে ৪১ হাজারেরও বেশি মানুষ।

ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা এই ভেবে উদ্বিগ্ন যে—দেশটিতে করোনাভাইরাস মহামারির চতুর্থ ঢেউ বেশ কিছু সংখ্যক মানুষের মৃত্যু ঘটাতে পারে এবং স্বাস্থ্য ব্যবস্থায়ও চাপ সৃষ্টি করতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৬৫ জনের মৃত্যু হয়েছে, যা এক সপ্তাহ আগেই ছিল ১২৬ জন।

জার্মানির রবার্ট কখ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট কোভিড শনাক্তের সংখ্যা ভয়াবহ উল্লেখ করে বলেছেন, ‘আমরা এখনই পাল্টা ব্যবস্থা না নিলে, মহামারির চতুর্থ ঢেউ আরও দুর্ভোগ বয়ে আনবে।’

জার্মানিতে যারা টিকা নেয়নি তাদের মধ্যে ৩০ লাখেরও বেশি মানুষের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা বিশেষভাবে কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে।

জার্মানিতে রেস্তোঁরা ও ক্যাফেতে ঢুকতে হলে মানুষকে টিকা নেওয়ার সনদপত্র দেখানো কিংবা অনেক ক্ষেত্রে কোভিড পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখানোর নিয়ম চালু আছে। কিন্তু এ নিয়ম সবসময় মানা হয় না।

তবে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ বলছেন, কোভিড সংক্রমণ যে কেবল জার্মানিতেই বাড়ছে তা নয়, রাশিয়া ও ইউক্রেইনেও কোভিড সংক্রমণ নাটকীয়ভাবে বেড়ে যাচ্ছে এবং বাড়ছে মৃত্যুও।

রোমানিয়া এ সপ্তাহে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক কোভিড শনাক্তের রেকর্ড হয়েছে। ডাচ সরকার এ সপ্তাহে আবার জনসমাগম এলাকাগুলোতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি আরোপ করা হবে বলে জানিয়েছে। সেখানে এক সপ্তাহেই হাসপাতালে রোগীর সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে।

হাঙ্গেরিতে দৈনিক কোভিড সংক্রমণ গত এক সপ্তাহে দ্বিগুণেরও বেশি বেড়ে ৬,২৬৮ জনে দাঁড়িয়েছে। স্লোভাকিয়ায় মহামারি শুরুর সময় থেকে এ পর্যন্ত কোভিড শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চেক রিপাবলিকে কোভিড সংক্রমণ আবার গত বসন্তে যেমন ছিল সে পর্যায়ে পৌছেছে।

লাটভিয়ায় রেকর্ড পর্যায়ের কোভিড সংক্রমণের কারণে সোমবার থেকে তিনমাসের জরুরি অবস্থা জারি হচ্ছে। ইংল্যান্ডের উপ-প্রধান কর্মকর্তা প্রফেসর জোনাথন ভান-তাম বুধবার বলেছেন, অনেক বেশি মনুষ মনে করছে যে, মহামারি শেষ হয়ে গেছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কাস্টমসের গুরুত্ব অপরিসীম : রাষ্ট্রপতি

১৫০ বিঘা জমির তাৎক্ষণিক সেচের ব‍্যবস্থা গ্রহন এলজিআরডি প্রতিমন্ত্রীর

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন রোববার

একুশে পদকপ্রাপ্ত ৫জন অ্যালামনাইকে সংবর্ধনা দিয়েছে বাকৃবি অ্যালামনাই

জাতীয় উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম : শিক্ষামন্ত্রী

কাদের মির্জার অনুসারীরা লাঞ্ছিত করল আওয়ামী লীগ নেতাদের

এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদের ৬ মাসের কারাদণ্ড

যখন সন্তানের জন্মগ্রহণ হয়, তখন মা আবারও জন্মগ্রহণ করেন

পুলিশের সহায়তায় তিন মাস পর মাকে ফিরে পেল সন্তান

পর্দা নামল হকি চ্যাম্পিয়ন্স ট্রফির

ব্রেকিং নিউজ :