স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ ৪ বলে দরকার ১৫ রান। নিঃসন্দেহে কঠিন সমীকরণ। স্ট্রাইকে ছিলেন রশিদ খান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার (২৭ এপ্রিল) রাতে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। সেই রশিদ খান ব্যাট হাতে দেখালেন চমক। ইনিংসের শেষ ৪ বলে ৩ ছক্কা হাঁকিয়ে গুজরাট টাইটান্সকে এনে দিলেন রোমাঞ্চকর জয়।
সাত নম্বরে মাঠে নেমে আফগান অলরাউন্ডার রশিদ খান মাত্র ১১টি বল মোকাবিলা করেন। তার মধ্যে চারটিকে ছক্কায় পরিণত করেন। ১১ বলে তার অপরাজিত ৩১ রানের ইনিংস ও রাহুল তেওয়াটিয়ার ২১ বলে করা অপরাজিত ৪০ রানের ইনিংসে ভর করে শেষ বলে জয় পায় গুজরাট। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল ২২ রান। রাহুলের ১ ছক্কা ও রশিদের ৩ ছক্কায় সেই রান তুলে ফেলে গুজরাট। ষষ্ঠ উইকেটে রাহুল ও রশিদ ২৪ বলে তোলেন ৫৯ রান। তাতেই এমন এক জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট। এছাড়াও দলের পক্ষে ঋদ্ধিমান সাহা ৩৮ বলে ৬৮ রান করেন। বল হাতে গুজরাটের ৫টি উইকেটই নেন উমরান মালিক। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেটগুলো শিকার করেন।
এর আগে হায়দরাবাদের ইনিংসে অভিষেক শর্মা ৪২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫, এইডেন মার্করাম ৪০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন। ৬ বলে ৩ ছক্কায় অপরাজিত ২৫ রান করেন শশাঙ্ক সিং। তাতে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। বল হাতে গুজরাটের মোহাম্মদ শামি ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। হেরেও ম্যাচসেরা হন হায়দরাবাদের উমরান মালিক। এই জয়ে ৮ ম্যাচের ৭টিই জিতে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে গুজরাট। ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস আছে দ্বিতীয় স্থানে।ইটান্সকে এনে দিলেন রোমাঞ্চকর জয়।