স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাছে ২৯ বছর পরে ১০ উইকেটে হারের পর বলি কা বকরা খোঁজার কাজ শুরু হয়ে গেছে ভারতে। প্রথমে কে এল রাহুল নো বলে আউট হয়েছেন বলে সরব হন নেটিজেনরা। এরপর হালে পানি না পেয়ে তারা ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামির মধ্যে বিশ্বাসঘাতক খুঁজে নেয়ার কাজে নেমে পড়ে। শামির অপরাধ ২৩ বলে ৪৩ রান দেয়া। আর নেটিজেনরা এর মধ্যেই খুঁজে পেয়েছেন গদ্দারি। শামি নাকি টাকা খেয়ে খারাপ বল করেছেন – এমন অভিযোগও ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র শেহবাগ সাফ জানান, তার একদা সতীর্থকে তিনি ভালো চেনেন। নিজের সবটুকু উজাড় যিনি করে দিতে চান তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুধু অন্যায়ই নয়, অসম্মানজনকও।
তিনি নেট নাগরিকদের এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। বীরেন্দ্র শেহবাগের সঙ্গে প্রতিবাদে যুক্ত হয় আর একটি নাম – মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকার। তিনি শামির বিরুদ্ধে আনা অভিযোগকে হাস্যকর বলে বর্ণনা করে বলেছেন, যে খেলোয়াড়রা দেশের জন্য ঘাম, রক্ত ঝরান, তারা আর একটু সুবিচার আশা করেন। শামি দেশকে নিয়মিত সার্ভিস দিয়ে চলেছেন। তার বিরুদ্ধে কোনও অভিযোগ তোলার আগে দু’বার ভাবা উচিত ছিল। আমরা কেন ভাবছি না পাকিস্তান সর্বাংশে ভালো খেলে আমাদের হারিয়েছে।