নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা হতে চোলাই মদসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাতে পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সীবাড়ী ঢাল এলাকায় একটি অভিযান চালিয়ে ২৩০ লিটার চোলাই মদসহ হুমায়নকবির (৪২) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ১,১১০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ শ্যামপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।