নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৫৮ গ্রাম হেরোইনসহ শহিদুল দেওয়ান (৫৮) গ্রাম ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।