আমান উল্যা, নোয়াখালী : নোয়াখালী চাটখিল উপজেলার ৮ নং নোয়াখালী ইউনিয়ন এর উত্তর শ্রীনগর বীর মুক্তিযোদ্ধা হাজি আমিন উল্যাহ সাহেবের বাড়িতে বিদ্যুত শটসার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ঐ বাড়ির মুক্তিযোদ্ধার ছেলে মাহবুবুর রহমান পিংকু বলেন, আমার চাচা সেনাবাহিনী অবসর প্রাপ্ত মোহাম্ম্দ উল্যাহ এর টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সকালে ঐ ঘরের সবাই বাড়ির সামনের একটি জায়গায় কাজ করতেছিল। এমতাবস্থায় হঠাৎ আগুন দেখে সবাই চমকে যায়।
খবর পেয়ে এলাকাবাসী এসে আগুন নিভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে বিষয়টি নিশ্চত করেন। তবে জনমানুষের হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এ বেপারে ৫নং শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় তিনি মর্মহত তিনি মাননীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভাইয়ের নিকট এই পরিবারে পাশে দাড়ানোর আহবান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়। বেলা দশটার দিকে চার্জার ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষতি হয় ঘরের চকির ফ্যান ফ্রিজ ঘরে যা কিছু আছে সব পুড়ে ছারখার হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এ বেপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া শোক প্রকাশ করে বলেন, সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা করার সুযোগ হয় তবে আমরা তাকে সহযোগিতা করাবো ইনশায়াল্লাহ।