নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ অক্টোবর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুশÍড়ীপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২০কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে হেনা বেগম (৪০) ও জরিনা বেগম (৩০)। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ- ৭২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত ৩ অক্টোবর র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া মধ্যপাড়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১৬ লক্ষ টাকা মূল্যের ১,১০৬ পুরিয়া হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হচ্ছে তানজিল (২৮), আল আমিন মল্লিক (২৯), সঞ্জয় ধর (৩৮), শাকিল (৪০) ও তানভীর সিদ্দিক বাধন (৩৪)। এসময় তাদের নিকট থেকে ০৫টি মোবাইল ফোন ও নগদ- ১,৫৮০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগর ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।