জবি প্রতিনিধি : বাংলা বর্ষকে বরণ করে নিতে ভাম্যমাণ দেয়ালিকা ‘ষোলআনা বাঙালিয়ানা’ প্রদর্শিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকাটি তৈরি করা হয়৷
দেয়ালিকা জুড়ে দেখা যায়, বাঘ, হাতপাখা, পেঁচা, কলসি, ঢাক-ঢোলের বিভিন্ন রঙিন অবয়ব। পাশাপাশি শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্পের সমাহারও ছিল দেয়ালিকায়।
বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দেয়ালিকাটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বিভাগের শিক্ষার্থী আনন্যামা নাসুহা নুহিন বলেন, আমরা দেয়ালিকাটি মূলত প্রাচীন বাংলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছি। এখানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের লিখা স্থান পেয়েছে।
ভাম্যমাণ দেয়ালিকাটির সার্বিক তত্বাবধানে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম। তিনি বলেন, নববর্ষের প্রারম্ভ লগ্নে বাঙালিয়ানা নবরূপে রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, এ লক্ষ্যেই আমরা দেয়ালিকাটি প্রদর্শনের উদ্যোগ নেই৷ আগামীর পথচলা সুন্দর সমৃদ্ধ হোক৷
দেয়ালিকাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।