নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। তবে করোনা সংক্রমণ কমলে ১৩ দিনের সংক্ষিপ্ত এ মেলা পরের মাসের ১৭ তারিখ পর্যন্ত বাড়তে পারে।
আজ বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের এ সব কথা বলেন প্রতিমন্ত্রী
কে এম খালিদ বলেন, ‘গ্রন্থমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।’
আরও বলেন, ‘করোনা সংক্রমণ হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে হিসেবে আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত চলতে পারে।’
করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর মেলা ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত বছর মেলা প্রায় এক মাস পিছিয়ে যায়।
সম্প্রতি বাংলা একাডেমিতে এক সভায় প্রকাশকদের সমিতির পক্ষ থেকে মেলা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। প্রতিমন্ত্রীর কথায় সেই প্রস্তাবের রেশ পাওয়া গেল।