নিজস্ব প্রতিবেদক, বাঙলঅ প্রতিদিন: নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মোট তিন মামলা হয়েছে। এর মধ্যে দুই মামলার দাবি হয়েছে পুলিশ। অন্যটি করেছেন সংঘর্ষে নিহত নাহিদের চাচা। তিন মামলায় আসামি করা হয়েছে অন্তত ১২শ’ জনকে।
এদিকে দুইদিন পর খুলে দেওয়া হচ্ছে রাজধানীর নীলক্ষেত এলাকার সব বিপণিবিতান। আজ বৃহস্পতিবার ভোরে সমঝোতা ঘোষণার পর সকালে দোকান খুলতে শুরু করেন দোকানীরা। বেলা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় পণ্য কিনতে মার্কেটগুলোতে ভিড় জমান ক্রেতারা।
নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, নূর ম্যানশন, হকার্স, নিউ সুপারসহ আশপাশের সব বিপণিবিতান খোলা হয়েছে। দোকানীরা জানান, মার্কেট দুইদিন বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। এরই মধ্যে এই এলাকার মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অনেক মানুষ।
তারা বলছেন, শিক্ষক-শিক্ষার্থী- ব্যবসায়ী বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ইতিবাচক। তবে দোকানীদের আচরণগত সমস্যার পেছনে ক্রেতাদেরও সমান দায় আছে বলেও দাবি করেন দোকানীরা।
এদিকে, দোকান খুললেও এখনো পুরোপুরি কাটেনি আতঙ্ক, সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ।