আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ক্রমবর্ধমান তাপমাত্রা শনিবার ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যা দেশটিতে এই গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ হিসেবে চিহ্নিত হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) অনুসারে, আবুধাবির আল ধাফরা অঞ্চলের ওতাইদে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে পারদ ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
এর আগে পৃথিবীজুড়ে রেকর্ড করা উষ্ণতম মাস জুলাইয়ের শুরুর দিকে দেশটি গ্রীষ্মের শীর্ষে থাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি অতিক্রম করেছিল।
ক্রমবর্ধমান তাপমাত্রা ও আর্দ্রতার কারণে চিকিৎসকরা সরাসরি সূর্যের আলোতে খুব বেশি সময় না থাকার এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন।
তাপপ্রবাহ আরো তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা এটিকে বৈশ্বিক উষ্ণতা বলে অভিহিত করছেন, যা বৈশ্বিক উষ্ণতা থেকে চরম তাপপ্রবাহ ও জলবায়ু সম্পর্কিত বিপর্যয়, যেমন দাবানলের মতো সময়কালের রূপান্তরকে প্রতিফলিত করে।
সূত্র : আল অ্যারাবিয়া