আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ):জনপ্রিয় বিনোদন মূলক “সকলের তরে আমরা” ফেইসবুক গ্রুপের বার্ষিক মিলন মেলা ও পুরুষ্কার বিতরণি অনুষ্ঠান আজ ১৪ নভেম্বর শনিবার ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত হয়েছে।
গ্রুপের এডমিন মডারেটরদের আয়োজনে উপজেলার নান্দাইল ইউনিয়ন পরিষদ হল রুমে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের মডারেটর বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাস,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ শাহজাহান সাজু ,আচাঁরগাও ফাজিল মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান,সাংবাদিক রফিকুল ইসলাম খোকন,সাংবাদিক আবু হানিফ সরকার,বিশিষ্ট ব্যবসায়ী মুখলেছুজ্জামান সুমন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ মডারেটর আতিক হাসান বাবুল মেম্বার ও শাহরিয়ার কাব্য। এডমিন মডারেটর সহ শতাধিক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুপুর দুইটায় কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর পরিচয় পর্ব শেষে গ্রুপের উদ্দেশ্য কর্ম পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিকাল সারে তিনটা থেকে ঘন্টা ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।