নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
মনোনয়ন বোর্ডের এ সভায় নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। তার মৃত্যুতে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।