ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বাংলাদেশে মাদক হচ্ছে এক নম্বর সদস্যা। সবাই চাওয়ার মতো চাইলে বাংলাদেশ মাদক মুক্ত দেশ হবে। বাংলাদেশ বহু দুর্গম পথ অতিক্রম করে আজকে বহুদূর এগিয়ে গেছে।
মাদকের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছে। সবাই নিজ নিজ স্থান থেকে জিরো টলারেন্স মেনে চললে বাংলাদেশ মাদকমুক্ত হবে। এ ব্যাপারে রাজনীতি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সকল স্তরের মানুষ মাদককে না বললে, অবশ্যই এদেশ মাদক মুক্ত হবে। সবাই সত্যের মুখোমুখি হলে এদেশে মাদকের সমস্যা থাকবে না।
গতকাল শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (২৯ বিজিবি) ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেছেন।
সকাল ১০ টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচি অনুষ্ঠানে বিভিন্ন অভিযানে আটককৃত ৫ কোটি ৬০ লাখ টাকার বিভিন্নপ্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এতে ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ এসজিপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. জাকারিয়া হোসেন পিএসসিজি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সরকার, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজু রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন রংপুর রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মো. জাকারিয়া হোসেন পিএসসিজি।
শেষে আনুষ্ঠানিকভাবে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ীস্থ ২৯ বিজিবির সদস্যরা গত ২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসের বিভিন্ন অভিযানে মোট ৫ কোটি ৬০ লাখ টাকার বিভিন্নপ্রকার মাদকদ্রব্য আটক করে। এতে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ৫৭ হাজার ৯৭৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫ হাজার ৮৪৯ পিস, গাঁজা ১৯৫ কেজি ২১০ গ্রাম, বিদেশি মদ ৪৬৫ বোতল, বিয়ার ৯ বোতল, হেরোইন ২০ গ্রাম, দেশি মদ ৩৩৫.৫ লিটার, যৌন উত্তেজক সিরাপ ২৬ হাজার ৬৫৪ বোতল, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ২৫ হাজার ৮৪৩ পিস, পাতার বিড়ি ৬৭৩ প্যাকেট, আতশবাজী ৬৪২ প্যাকেট এবং ভিটামিন বি ট্যাবলেট ৪ হাজার পিস। #