বাঙলা প্রতিদিন ডেস্ক :বেসরকারি টেলিভিশনগুলোর ওপর স্বৈরাচারের চাপিয়ে দেওয়া একটি আইটেম ছিল বিটিভির দুপুরের খবর প্রচার! বিটিভির মান উন্নত করার মুরোদ ছিল না, বরং বস্তাপঁচা গুণগান প্রচার করতে সবাইকে বাধ্য করতে ছিল সিদ্ধহস্ত!
কেউ কেউ অবশ্য চাপিয়ে দেওয়ার আগেই চাটতে প্রস্তুত ছিল, তবে কেউ কেউ বাধ্য হয়েছে প্রচার করতে! কোনো টেলিভিশন চ্যানেল দুপুরের খবর প্রচারের জন্য পেমেন্ট চেয়েছিল বলে জানা নেই। কেউ চাঙ্ক/মিনিটের জন্য পেমেন্ট পায়ওনি।
আশার খবর হলো- ‘বিটিভির ডিজিকে চিঠি দিয়ে তথ্য উপদেষ্টার একটি সিদ্ধান্ত জানানো হয়েছে। সেটি হচ্ছে: বেসরকারি টেলিভিশনে বিটিভির দুপুরের সংবাদ সম্প্রচারের প্রয়োজন নেই।’