300X70
বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সরকার নবায়নযোগ্য জ্বালানীতে গুরুত্ব দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৬, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, জলবায়ু পরিবর্তন বাংলাদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পরিবেশের ওপর বিরুপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানীতে ওপর গুরুত্ব দিচ্ছে। এজন্য কার্বন অর্থায়নের জন্য আমাদের নবায়নযোগ্য শক্তির উপর জোর দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ কার্বন ফিন্যান্সিংয়ে যেসব অর্থায়ন করে তা মূলত নবায়নযোগ্য জ্বালানিতে বেশি করে। তবে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি কার্বন ক্রেডিট বাড়াতে অন্যান্য খাত চিহ্নিত করে সেখানেও বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। দেশের সামগ্রিক কার্বন ফুটপ্রিন্ট কমানোর লক্ষ্য নিয়ে, সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পও কার্ডন ক্রেডিট অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আরএমজি খাতের মতোই সবুজ বনায়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই কৃষি ব্যবস্থাপনা কার্বন ক্রেডিট অর্জনের উৎস হতে পারে

অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি আজ বৃহস্পতিবার (১৬ মে) ঢাকায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ অডিটোরিয়ামে এপ্লিকেশন অব কার্বন ফিন্যান্সিং: চ্যালেঞ্জ এন্ড পলিসি অপশন ফর বাংলাদেশ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

অর্ত প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্ব দেন এবং সাইক্লোন প্রিপার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) চালু করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক স্টাডিজ এর চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিজের মহাপরিচালক মেজর জেনারেল মো: আবু বকর সিদ্দিক খান এনডিসি।

সেমিনারে বক্তৃতা করেন ড. আইনুন নিশাত, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আবু ইউসুফ, ইডকলের নির্বাহী পরিচালক আলমগীর মোর্শেদ, বিজিএমইএ এর পরিচালক শামস মাহমুদ, ড. নজরুল ইসলাম, বিশ্ব ব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্ট স্পেশালিষ্ট Ms. Eun Jo Allision Yi এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ রিসার্স ডিরেক্টর ড. মাহফুজ কবীর।
সেমিনারে কার্বন ফাইন্যান্স আলোচনায় অংশগ্রহণ করেন প্যানেলিষ্টবৃন্দ।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত