আরএন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের ভগ্নিপতি গ্রামীণ ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জেবুন্নেছা দীপ্তির স্বামী আবু হানিফা (৫৫) মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে হৃদ রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত নান্দাইল উপজেলা হাসপাতালে নেওয়া হলে মারা যায়। (ইন্না লিল্লাহে….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই নাবালক পুত্র সন্তান রেখে গেছেন।
চাকুরী থেকে অবসর নেওয়ার পর তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্য ও নান্দাইল রোড কেন্দ্রীয় জামে মসজিদের আজীবন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। বুধবার বাদ জহুর নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।