ডেস্ক রিপোর্ট : চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া কেকার লেখা বঙ্গবঙ্গবন্ধু ভাবনায় নারী উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থা বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।সচিবালয়ে তথ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে আজ বরিবার (২৪ অক্টোবর) বইটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ । এসময় তথ্য সচিব মোকবুল হোসেনসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বইমেলা ২০২১ (এবছর বইমেলা মার্চ) এ প্রকাশিত বইটির দ্বিতীয় সংস্করন ইতিমধ্যে (আগষ্টে২০২১) প্রকাশিত হয়েছে। বইটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধ বিদ্ধস্ত্য বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ পূর্ণগঠন ও যুদ্ধাহত যুক্তিযোদ্ধা এবং নিযার্তনের শিকার নারীদের সহাযতায় বঙ্গবন্ধুর নানা উদ্যোগ নিয়ে লেখা। বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর একান্ত সচিব বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফরাসউদ্দীন