নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বীর মুক্তিযোদ্ধা, আজকের সূর্যোদয়ের সম্পাদক, গেদু চাচা খ্যাত দেশ বরেণ্য সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ার এর অকাল মৃত্যুতে ২৯ জুন ২০২২ বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক স্মরণ সভা আয়োজন করে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকা।
উক্ত স্মরণ সভায় খোন্দকার মোজাম্মেল হক এর সাংবাদিকতা জীবনের বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙলার জাগরণ এর সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন, গেদু চাচার ভাতিজা ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদের উপ-সম্পাদক খোন্দকার তারেক রায়হান, ফেনী সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভুঁইয়া সেলিম প্রমূখ।
স্মরণ সভায় বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ, ঢাকা-এর সভাপতি দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভুঁইয়া রানার সভাপতিত্বে ও দৈনিক প্রথম ডাকের সম্পাদক এ কে এম গোলাম সরোয়ারের সঞ্চালনায় খোন্দকার মোজাম্মেল হকের জীবনী নিয়ে তার ছেলে খোন্দকার রিফাত মোজাম্মেল, খোন্দকার তানভীর মোজাম্মেল ও খোন্দকার মোজাম্মেল হক ও রফিকুল আনোয়ারের ঘনিষ্ঠজনগণ আলোচনায় অংশগ্রহণ করেন।