নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সংবাদ প্রকাশের জের ধরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক কালবেলা’র বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে মুঠোফোনে মামলার হুমকি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়ার হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমানের পাঠানো বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিককে মুঠোফোনে মামলা ও দেখে নেয়ার হুমকি দেয়া সংবাদ মাধ্যমের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের শামিল। আমরা মনে করি, এ ধরণের হুমকি ফৌজদারি আইনে অপরাধ।
অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো হুমকি ধামকি মোকাবিলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সর্বদাই সোচ্চার। কোনো সাংবাদিককের ওপর কোনো আঘাত আসলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, গত রোববার দৈনিক কালবেলায় ধনসম্পদের সিপাহসালার কাস্টমসের দুই সিপাহি শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দুই সিপাহী মনোয়ার হোসেন ও মিনু রহমানের অবৈধভাবে সম্পদ অর্জন ও হাসপাতাল ব্যবসার বিষয়টি উঠে আসে।
এই সংবাদের জের ধরে আজ মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে ০১৭১৫৪৪০১১০ নম্বর থেকে মনোয়ার হোসেন পরিচয়ে এক ব্যক্তি সাংবাদিক দীপু সারোয়ারকে ফোন দিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করার হুমকি দেন এবং একই সাথে দেখে নেওয়ারও হুমকী দেন।