গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংস্কৃতিক কর্মী কোচাশহর ইউপি’র সাবেক মেম্বর সালজার রহমান সাজুর মৃত্যুতে এক র্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ যাত্রা ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি শোক র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে স্মৃতিচারণ মূলক সভা অনুষ্ঠিত হয়।
যাত্রা ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক ফিরোজ খানুন নুনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যাত্রা ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল আলম সরকার, বগুড়া আইসিটি বিষয়য়ক সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ মুক্তি অধিকারী, গণমাধ্যম বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন ছন্দ, মরহুম সাজুর ছেলে ফরহাদ হোসেন প্রমুখ। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।