অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
বাংলাদেশী প্রবাসীদের অতিদ্রুত ও সহজভাবে অন্তর্মুখী রেমিট্যান্স সেবা বিতরণের জন্য সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন’কে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এস.আর.এল, ইটালির ডেপুটি জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম ক্রেস্ট প্রদান করেন।
ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এস.আর.এল, ইটালির মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশী প্রবাসীদের অন্তর্মুখী রেমিট্যান্স সেবা বিতরণের জন্য এ ক্রেস্ট প্রদান করা হয়। ২০২০ সালে ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি এস.আর.এল, ইটালির সাথে সাউথইস্ট ব্যাংক অন্তর্মুখী রেমিট্যান্স বিতরণের জন্য চুক্তি সম্পাদিত হয়েছিল।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান, রেমিট্যান্স বিভাগের ইনচার্জ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।