নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সাউথইস্ট ব্যাংক লিমিটেড ‘মাস্টারকার্ডপ্রিপেইড বিজনেস’ এবং ‘মাস্টারকার্ডঅনলাইন অ্যাকুয়ারিং বিজনেস’ ২টিক্যাটোগরিতে “মাস্টারকার্ডএক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২২” অর্জন করেছে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন অনুষ্ঠানের প্রধানঅতিথি বাণিজ্য মন্ত্রী টিপুমুনশি এম পি এর হাত থেকে এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
অ্যাওয়ার্ডপ্রদান অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম; ভিকাস ভার্মা, চিফ অপারেটিং অফিসার, সাউথ এশিয়া, মাস্টারকার্ড এবং স্টারকার্ডবাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ পার্টনার ব্যাংক, ফিনটেক ও মার্চেন্ট পার্টনার সমে হর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।