গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের বিকাশ এজেন্ট ও টেলিকম ব্যবসায়ী আফছার আলীকে (৩৬) কুপিয়ে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ১ লাখ ২০ হাজার টাকা ও ৫ টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) সাদুল্লাপুর থানা একটি সাধারণ ডায়েরী করা হয়। আফছার আলী উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর শহরের খান সুপার মার্কেটের নিশাদ টেলিকমের দোকান ও বিকাশ এজেন্ট ব্যবসা করে আসছিলেন আফছার আলী । এরই মধ্যে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সাদুল্পাপুর-মাদারগঞ্জ পাকা সড়কের তরফ বাজিত এলাকাস্থ আফসার উদ্দিন মোমোরিয়াল স্কল সংলগ্ন স্থানে ভ্যান থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আফছার আলীকে আটকিয়ে গাছের ডাল দিয়ে বেধরক মারপিটে করে। এর আঘাতে মাথা ফেটে যায় তার। এমতাবস্থা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার ব্যাগে থাকা নগদ ১ লাখ ২০ টাকা ও ৫ টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আফছার আলীর গোংরানি শব্দ শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার মাথার ক্ষত স্থানে ৬টি সেলাই দিয়েছে বলে চিকিৎসক জানান।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ ঘটনায় রোববার থানায় একটি জিডি করেছে আফছার আলী।