গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব কর্তৃক প্রকাশিত ষান্মাসিক সাহিত্য পত্রিকা “বাতি ঘর” এর প্রথম বর্ষের প্রথম সংখ্যার মোড়ক গতকাল বুধবার বিকালে উম্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, মুল আলোচক কবি ও প্রাবন্ধিক সরোজ দেব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান খন্দকার, দৈনিক ইত্তেফাকের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক বাহারাম খান শাহীন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ষাম্মাষিক সাহিত্য পত্রিকা “বাতি ঘর” এর সম্পাদক খন্দকার জাহিদ সরওয়ার সোহেল।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার ও শামসুজোহা প্রামানিক রাঙ্গা, প্রাবন্ধিক ও মানবাধিকারকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন, সহ-সাধারণ সম্পাদক একেএম সামীয়ূর রহমান শামীম উপস্থিত ছিলেন।