নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৫৪ কোটি ৩ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই থেকে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৯৫ লাখ ৮৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮৭ কোটি ২১ লাখ টাকা।
ন্যাশনাল ফিড মিল লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৫২ লাখ ১১ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩০ কোটি ৬৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ওরিয়ন ফার্মা, কাট্টালি টেক্সটাইল, ফরচুন সুজ, ড্রাগন সোয়েটার ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।