মহেশপুর প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য এডভোকেট শফিকুল আজম খান চঞ্চল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সাবেক এমপি চঞ্চলকে মহেশপুর হাসপাতালে ছুটে যান ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দীন মিয়াজী।
এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন। সাবেক এমপির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আব্দুর রশিদ খান প্রমুখ।