এস এম মনিরুল ইসলাম, সাভার : সাভার পৌরসভার রাজাশন এলাকায় আলহেরা স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম(৪৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সাভার পৌরসাভার উত্তর রাজাশন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম সাভারের উত্তর রাজাশন এলাকার মো. শামসুদ্দিনের ছেলে এবং আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীরা জানায়, বিকেলে শফিকুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হন এলাকাবাসী। তখন তারা দেখতে পান মরদেহটি নিহতের পরিবারের সদস্যরা নামিয়ে অফিস থেকে বের করে মেঝেতে এনে শুইয়ে রেখেছেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। স্থানীয়রা বলছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পর যখন মরদেহটি নামানো হয় তখন ঘরটি গোছানো ছিলো।
মৃত শফিকুলের বড় মেয়ে মিরপুর ক্যান্টনমেন্ট কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী সামিয়া বিনতে ইসলাম সাফা বলেন, পারিবারিক ইন্টার্নাল যে প্রোবলেম ছিলো তা স্কুল নিয়ে, তা সব সল্ভ হয়েছে বাট ওটা ওতো বড় প্রোবলেম না।
বাবার মৃত্যুর ঘটনায় বড় মেয়ে সাফার ভিতর কোনো প্রকার শোকতাপ নেই বলে দাবি করেছেন এলাকাবাসী। এই ঘটনার সঠিক তদন্ত হলে রহস্য বের হয়ে আসবে বলে বলে এলাকাবাসীর দাবি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।