300X70
সোমবার , ২৯ মে ২০২৩ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৯, ২০২৩ ১২:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ২৮ মে থেকে জাতীয় পর্যায়ে সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে শুরু হলো ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩।

প্রর্দশনী চলবে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত। আজ ২৮ মে ২০২৩, রবিবার সন্ধ্যা ৬.০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ২৫ তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ এবং বরেণ্য শিল্পী হাশেম খান এবং মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুমুখী কার্যক্রমের প্রসংশা করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি বলেন- জাতির পিতার জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির আজ 50 বছর হলো । শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সেখানেও অসাধারণ একটি পরিবেশনা উপস্থাপন করা হয়। একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে দক্ষভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এগিয়ে চলেছে বলে উল্লখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন “জঙ্গীবাদের বিরুদ্ধে এই সংস্কৃতি ও চিত্রশিল্পীরাই রুখে দাঁড়াবে।”

সভাপতির বক্তব্যে মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী বলেন- “আমাদের জন্য অত্যন্ত গৌরবের কয়েকটি চারুকলা প্রদর্শনীর মধ্যে নবীন চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী এবং এই জাতীয় চারুকলা প্রদর্শনী। এমন অনেকেই আছেন যারা এই জাতীয় চারুকলা প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদেরকে খ্যাতি এনে দিয়েছেন। বিশ্বে খ্যাতি পেয়েছেন। তিনি আরো বলেন- শিল্পের ক্ষেত্রে নীরবে একটি রেনেসাঁ ঘটে যাচ্ছে সেটা হয়তো অনেকেই টের পাইনা” আগামী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আরো কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি।

বক্তব্য শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ফিতা কেটে প্রদর্শনী গ্যালারির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। পরে উপস্থিত অতিথিবৃন্দ গ্যালারি পরিদর্শন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ সূচনালগ্ন থেকে চারুকলা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করে আসছে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী’, জাতীয় চারুকলা প্রদর্শনী, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী, জাতীয় ভাস্কর্য প্রদর্শনী উল্লেখযোগ্য।

শিল্পপ্রেমী দর্শকের দর্শনের মাধ্যমেই একজন শিল্পীর শিল্পকর্ম মূল্যায়ন হয়ে থাকে। প্রর্দশনী ছাড়া দর্শকদের সামনে শিল্পকর্ম উপস্থাপন করা শিল্পীর পক্ষে সম্ভব নয়। খুব কম সংখ্যক শিল্পীই একক প্রদর্শনী আয়োজন করতে পারনে কারন প্রকৃতপক্ষে তা ব্যয়বহুল। আর এই কাজটিকে সহজলভ্য করার জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদশে শিল্পকলা একাডেমি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে থাকে। জাতীয় চারুকলা প্রর্দশনী এ দেশের শিল্পীদের জন্য জাতীয় পর্যায়ে শিল্পী হিসেবে সুপরিচিত হয়ে উঠার ও স্বীকৃতি পাওয়ার একটি ভিত্তি, বতর্মানে চারুশিল্পী হিসেবে বাংলাদেশে যারা খ্যাতিমান একসময় তারাই জাতীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়েছেন, অনেকে পুরস্কার পেয়েছেন, এছাড়া দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর মতো আর্ন্তজাতিক আয়োজনে অংশ নিয়েও সমাদৃত হয়েছেন। এই ধারাবাহিক সাফল্যের মাধ্যমেই একজন চারুশিল্পী বিখ্যাত হয়ে উঠেন।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্দ্ধে বাংলাদেশের ১১৩৮জন শিল্পীর ২৯১৪টি শিল্পকর্মের আবেদন জমা পরে। ০২, ০৩ ও ০৪ এপ্রিল তিনদিনব্যাপী পর্যালোচনা শেষে নির্বাচক মন্ডলী বিভিন্ন বিভাগ থেকে ২৬১জন শিল্পীর ৩০১টি শিল্পকর্ম নির্বাচন করেন এবং ০৬ এপ্রিল, ২০২৩ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি। শিল্পকর্ম নির্বাচন কমিটির সদস্যগণ হলেন শিল্পী আহমেদ সামসুদ্দোহা, শিল্পী সাইদুল হক জুইস, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী মোকলেসুর রহমান, শিল্পী মাহবুব জামাল শামীম ও আলোকচিত্রী মফিজুল ইসলাম।

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়। আর সকল মাধ্যম মিলিয়ে ‘‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ২০২৩” শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। উল্লখ্য যে মাধ্যম ভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা এবং গোল্ড মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ছিলো স্পন্সরশীপ পুরস্কার।

২৫ম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এর পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন;
জেসমিন আকতার; পুরস্কার ২০২৩’ (স্থাপনাশিল্প), জয়তু চাকমা; শ্রেষ্ঠ পুরস্কার (চিত্রকলা). সৈয়দ তারেক রহমান ; শ্রেষ্ঠ পুরস্কার (ভাস্কর্য), সজীব কুমার দে ; শ্রেষ্ঠ পুরস্কার (স্থাপনাশিল্প), নূসরাত জাহান ; শ্রেষ্ঠ পুরস্কার (ছাপচিত্র), জিহাদ রাব্বি ; শ্রেষ্ঠ পুরস্কার (গ্রাফিক ডিজাইন), ফারহানা ফেরদৌসী ; শ্রেষ্ঠ পুরস্কার (কারুকলা), অসীম হালদার ; শ্রেষ্ঠ পুরস্কার (মৃৎশিল্প), মো: আসাদুর জামান আসলাম মোল্লা ; শ্রেষ্ঠ পুরস্কার (আলোকচিত্র)।

বাংলাদেশ পারফরমেন্ট আর্ট গ্রুপ ; (সুজন মাহাবুব), শ্রেষ্ঠ পুরস্কার (গ্রুপ পারফরমেন্স আর্ট), আব্দুস সাত্তার ; সম্মানসূচক পুরস্কার, নাঈমা আখতার ; সম্মানসূচক পুরস্কার, রাউফুন নাহার রিতু ; সম্মানসূচক পুরস্কার, মো: তরিকুল ইসলাম ; সম্মানসূচক পুরস্কার, আশরাফুল হাসান (Ashraful Hasan) ; সম্মানসূচক পুরস্কার,
ফারেহা জেবা (Fareha Zeba); বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, অনুকুল চন্দ্র মজুমদার (Anukul Chandra Mojumder) ; শিল্পী কালিদাস কর্মকার পুরস্কার;
মোহাম্মদ হাসানুর রহমান (Mohammad Hasanur Rahman) ; শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পুরস্কার, তানভীর পারভেজ (Tanvir Parvez) ; ভাষা শহীদ গাজীউল হক পুরস্কার, গোবিন্দ পাল (Gobinda Pal) ; শিল্পী কাজী আনোয়ার হোসেন পুরস্কার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১,২,৩, ৪,৫,৬,৭ নং গ্যালারীতে প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বিডি ক্লিনকে বিভিন্ন ধরনের ৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার হিসেবে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক প্রদান

বৈশ্বিক মন্দা মােকাবেলায় দেশে কৃষি উৎপাদন বাড়ানাের তাগিদ প্রধানমন্ত্রীর

জাতীয় ৪ নেতার পলাতক খুনিদের রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের বিকল্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “যোগাযোগ “তৈরি করা হচ্ছে : প্রতিমন্ত্রী পলক

দেশে ডেঙ্গুতে একদিনে আরো ১৪ জনের মৃত্যু

সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  ওবায়দুল কাদেরর বিবৃতি প্রদান

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ : প্রধানমন্ত্রী

বিএনপির ভরসা বিদেশি প্রভুদের কাছে ধরনা ও ষড়যন্ত্র: হানিফ

সারাবিশ্বে করোনায় সুস্থ ৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ॥ আক্রান্ত ৪ কোটি ৫৮ লাখ ৯২২৭৪ জন

ব্রেকিং নিউজ :